জুলাই উইমেন’স ডে
নারীরা একসময় পুরুষদের শক্তি ও সাহস জোগাতেন। আধুনিক নির্ভীক নারীরা এখন শুধু শক্তি ও সাহসই জোগান না, সামনের সারিতে দাঁড়িয়ে যুদ্ধ করেন। বন্দুকের নলের সামনে বুক পেতে দাঁড়ান। প্রয়োজনে তারা মৃত্যুকে আলিঙ্গন করতেও পিছপা হন না, দ্বিধা করেন না।